পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ জমা জল সরাতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মিলন পল্লীতে ১ জন অস্থায়ী পুরসভা কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম জয়ন্ত ঘোষ। বেশ কিছু সময় জয়ন্তর খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্য থেকে প্রতিবেশী সকলে খোঁজ শুরু করলেও খোঁজ পায়নি। শেষে উদ্ধার করা সম্ভব হয়। এরপর দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাচানো যায়নি। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তির ড্রেনের নোংরা জলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজপুর সোনারপুর পৌরসভার পুর প্রধান পল্লব দাস গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে বলছেন, “ও নিজের থেকেই জল সরাতে গিয়েছিল। অনেকে নাকি ওকে বারণও করেছিল। ঘটনার পরই ওকে দ্রুত উদ্ধারও করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। যে কোনও মৃত্যুই দুঃখজনক। আমরা ওদের পরিবারের পাশে আছি। সরকারীভাবে আর্থিক সাহায্যও করা হবে। জেলাশাসকের সঙ্গেও কথা হয়েছে। আগামীতেও আমরা ওর পরিবারের পাশে থাকব।”
এদিকে পুজোর মুখে শহর কলকাতা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকেছে। কালিকাপুর, নেতাজীনগর, বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুর সহ কলকাতা সংলগ্ন একাধিক জায়গায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। ন’জনের মৃত্যুও ঘটেছে। এককথায় পুজোর আবহে শহর জুড়ে শোকের বাতাবরণ তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here