নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ নতুন জিএসটির স্ল্যাবের পর এবার উৎসবের মরশুমে কেন্দ্র রেলকর্মীদের জন্য সুখবর নিয়ে এলো। দিওয়ালির উপহার হিসাবে এই বোনাস দেওয়া হবে। ভারতীয় রেলওয়ের ১০.৯ লক্ষ কর্মীরা উপকৃত হবেন। এই বোনাস দিতে কেন্দ্রের ১ হাজার ৮৬৬ কোটি টাকা খরচ হতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসে ছাড়পত্র দিয়েছে। কাজ বা পারফরম্যান্সের ভিত্তিতে এই বোনাস দেওয়া হবে। রেলের নন-গেজেটেড কর্মীরা, যেমন লোকো পাইলট, ট্রেন ম্যানেজার বা গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইসর, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টম্যান, ট্র্যাক মেইনটেনার ও অন্যান্য কর্মীরা বোনাস পাবেন। গত বছরও ৩ রা অক্টোবর কেন্দ্রীয় ক্যাবিনেট ৭৮ দিনের বেতন বোনাস হিসাবে দেয়। এর ফলে প্রায় ১১ লক্ষ কর্মী উপকৃত হয়েছিলেন। এই বোনাস দিতে মোট ২ হাজার ২৯ কোটি টাকা খরচ হয়েছিল।