অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও শিরোনামে ট্যাংরা। আজ ক্যানাল সাউথ রোডের একটি বহুতলের নীচ থেকে ১ জন যুবতীর দেহ উদ্ধার হয়েছে। যুবতীর নাম গরিমা লোধ বয়স ২৫ বছর। গরিমা পরিবারের সঙ্গে ওই আবাসনের পঁচিশ তলায় থাকত। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালবেলা ৭টা ৩০ মিনিটে একটা বিকট শব্দ হতেই নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। দেখেন, যুবতী আবাসনের পঁচিশ তলা থেকে ঝাঁপ দিয়েছে। এরপর আবাসন চত্বর রক্তে ভেসে যায়।
পরিবার সূত্রে জানা যায়, রাতেরবেলাও গরিমা পরিবারের সঙ্গে বসে খাবার খেয়েছিল। তারপর ভোরবেলা জানলা থেকে ঝাঁপ দেয়। সিসিটিভি ফুটেজ দেখে তা নিশ্চিত করা গিয়েছে। ট্যাংরা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গরিমার ঘর থেকে আধ খাওয়া মদের বোতল ও কিছু সামগ্রী উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই যুবতী ঝাঁপ দিয়েছে। এই ঘটনায় আপাতত মামলা রুজু করা হয়েছে।