অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মা ফ্লাইওভারে পর পর চারটে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যাচ্ছে, একটা গাড়ি দ্রুত গতিতে এসে পরপর তিনটে গাড়িকে ধাক্কা মারে। তবে দুর্ঘটনায় কারোর কোনো মৃত্যুর খবর নেই। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করেছে। এই দুর্ঘটনায় ফ্লাইওভারের ওপরে কিছুটা হলেও যানজট তৈরী হয়েছে।
জানা যায়, সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার যেখানে পার্কসার্কাসমুখী হচ্ছে, সেখানে ডিভাইডারের কাছেই একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটা বেশী ছিল। ঘণ্টায় আশি কিলোমিটার বেগে আসছিল। তখন মা ফ্লাইওভারে ব্যস্ত সময়ে যথেষ্ট ট্রাফিক ছিল। ওই পরিস্থিতিতে দ্রুত গতিতে আসা গাড়িটি পিছনের গাড়িতে ধাক্কা মারে। একটা নয়, পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে। অতএব চারটে গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। কিন্তু কেউ গুরুতর আহত হয়নি। আপাতত পুলিশ গাড়ির চালককে আটক করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণ জিজ্ঞাসাবাদ করছেন। আর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। উল্লেখ্য, মা ফ্লাইওভারে ষাট কিলোমিটারের বেশী বেগে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও প্রায়ই মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। প্রাণহানির ঘটনাও ঘটে থাকে। তবে রাতেরবেলা পুলিশও মোতায়েন থাকে। যদিও তাতেও কোনোভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না।
Sponsored Ads
Display Your Ads Here