নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ তৃণমূল নেতা খুনের সাক্ষী মেটাতে এবার তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে মালদার ই-বাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একটা পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আতিকুল মোমিন। বয়স ৩৩ বছর। বাড়ি কানাইপুর।
উল্লেখ্য, ১০ ই জুলাই ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে এনে ঘর বন্ধ করে গুলি করে ও পরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় দলেরই কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা তৃণমূল নেতা মাইনুল শেখকে গ্রেফতার করা হয়েছিল। আর মাইনুলের ছেলে শাহিদ শেখের বিরুদ্ধেও অভিযোগ ছিল। বর্তমানে শাহিদ শেখ পলাতক। গুলিবিদ্ধ আতিকুল অভিযোগ, “তিনি আবুল কালাম আজাদ খুনের মূল সাক্ষী ছিলেন। তাঁর সামনেই মাইনুল আবুল কালাম আজাদকে খুন করেছিলেন।”
তাই সাক্ষী মেটাতে আতিকুল বানিয়া গ্রাম থেকে বাড়ি ফেরার সময় শাহিদ শেখ সহ বেশ কয়েকজন মোটরবাইকে করে এসে আতিকুলকে গুলি করে খুনের চেষ্টা করেন। ফলে পিঠের পাঁজরে গুলি লাগে। এরপরই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইংরেজবাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আতিকুলের পরিবার এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here