অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বেটিং অ্যাপের প্রচার করায় এবার অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তলব করেছে। সূত্রের খবর, আজ মিমি চক্রবর্তী ইডি অফিসে হাজিরা দিতে পারেন।
অভিযোগ, ভারতে বেটিং ও অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মিমি চক্রবর্তী 1xBet বেটিং অ্যাপ নামক একটি অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। এই অ্যাপের প্রোমোশনও করেছেন। সেখান থেকে আর্থিক সুবিধাও গ্রহণ করেছেন। কিন্তু তিনি এই বেআইনী অ্যাপ সংস্থার থেকে টাকা নিয়েছেন কিভাবে? কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তা তদন্তকারী সংস্থা জানার চেষ্টা করছে।
মিমি চক্রবর্তী ছাড়াও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও আগামীকাল ইডি তলব করেছে। তাছাড়া এর আগে ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকেও ইডি বেআইনী অ্যাপ প্রোমোশনের অভিযোগে জেরা করেছে। সোশ্যাল মিডিয়ার ভূমিকাও এই মামলায় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, গুগল ও মেটার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, “তাদের প্লাটফর্ম শেয়ার করে এই অ্যাপ প্রমোশন করা হয়েছে। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই অ্যাপের বিজ্ঞাপন হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here