অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ঝিলে পড়ে তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর ঘটনার পর ফের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার স্বাথে একগুচ্ছ নির্দেশিকা জারি করে জানায়, যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে সর্বসাধারণের মর্নিং ওয়াক ও ইভিনিং ওয়াক বন্ধ করা হবে। মদ-গাঁজা নিয়ে ক্যাম্পাসে ঢোকার উপরও আবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সূত্রের খবর, পার্কিং লটে ড্রামা ক্লাবের আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানের সময় রাতেরবেলা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মদের আসর বসেছিল। ফলে ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এদিন ছাত্রীর মৃত্যুর পর একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করে। আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে মদ এবং গাঁজার আসর নিয়ে প্রশ্ন উঠেছে। এবারও সেই প্রশ্ন উঠেছে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে।
নির্দেশিকায় বলা হয়েছে, “একদিকে, ক্যাম্পাসের মধ্যে মদ ও গাঁজা বন্ধে কড়া অবস্থানের কথা জানানো হয়েছে। এছাড়া ক্যাম্পাসের মধ্যে মাদক সেবনের সময় ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইস্যু করা পার্কিং স্টিকার থাকলে দু’চাকা এবং চার চাকা গাড়িকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। ওই পার্কিং স্টিকার না থাকলে প্রবেশপথে সেই গাড়ির যথাযথ তথ্য নিয়ে ঢুকতে দেওয়া হবে। আবার সকালবেলা ও সন্ধ্যেবেলা অনেক মানুষ বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটেন। এবার বিশ্ববিদ্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য মর্নিং এবং ইভিনিং ওয়াক বন্ধ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি সন্ধ্যেবেলা সাতটার পর কোনো কারণে ক্যাম্পাসে ঢুকতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র নিয়ে যেতে হবে। না হলে প্রবেশ করতে দেওয়া হবে না। কারোর কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র না থাকলে প্রবেশপথে নিজের পরিচয়পত্র দেখাতে হবে। আর কার সঙ্গে দেখা করতে চান, তাও জানাতে হবে।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত এই প্রসঙ্গে স্বীকার করলেন, “নিরাপত্তার কিছু ঘাটতি রয়েছে। নিরাপত্তারক্ষীদের সংখ্যা কম। আমরা সেটা সরকারকে জানিয়েছি।”