নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ শ্রীরামপুরে বিজেপির মণ্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুর কারণ ঘিরে জল্পনা তুঙ্গে। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের কুড়ি নম্বর ওয়ার্ড দীনবন্ধু চ্যাটার্জি লেনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ চক্রবর্তী(৪৫)। প্রাথমিক তদন্তে এটাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোজের স্ত্রী উত্তরপাড়ার একটি নার্সিংহোমে চাকরি করেন। সোমবার নাইট ডিউটি থাকায় তিনি বাড়ি ছিলেন না। তাঁদের একমাত্র ছেলে একাদশ শ্রেণিতে পড়ে।
প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে ছিল মনোজের ছেলে। মনোজের মা তাঁর বোনের বাড়ি গিয়েছিলেন। ফলে বাড়ি একপ্রকার ফাঁকাই ছিল। মঙ্গলবার সকালে নার্সিংহোম থেকে ফিরে মনোজের স্ত্রী ঘরে ঢোকেন, তখনই স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মনোজের স্ত্রী বন্দনা চক্রবর্তী জনান, শ্রীরামপুরের এক মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। অনেক তথ্য প্রমাণ তাঁর কাছে রয়েছে, ছবিও রয়েছে। এই কারণে তাঁদের ছেলেকেও মনোজ মারধর করতেন। মনোজকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন একাধিকবার, কিন্তু তিনি মানেননি।
প্রতিবেশী এক আত্মীয়া বনশ্রী হাজরা বলেন, “আমার বাড়িতেই ওদের ছেলেকে রেখে যেত। গতকাল রাতেও আমার কাছেই ছিল। বন্দনা আর মনোজের মধ্যে অশান্তি হত এক মহিলাকে নিয়ে। গত পরশু খুব অশান্তি হয়। বাসন পড়ার শব্দ পেয়েছিলাম।” বিজেপি নেতার দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে এর পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here