নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আগামী ২২ শে সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকে জিএসটির নতুন স্ল্যাব কার্যকর হচ্ছে। এদিকে, জীবনবিমা ও স্বাস্থ্যবিমা থেকে উঠে যাচ্ছে জিএসটি, সেই সঙ্গে একাধিক পণ্যে জিএসটির মাত্রা কমছে। আর এই পরিবর্তনের ফলে কমবে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যঃ তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিম, বাটার, ঘি, চিজ, দুগ্ধজাত পণ্য, নিমকি-ভুজিয়া, বাসনপত্র, ন্যাপকিন, ডায়াপার, সেলাই মেশিন।
ইলেকট্রনিক দ্রব্যঃ এয়ার কন্ডিশন, টেলিভিশন (৩২ ইঞ্চির থেকে বড় LED ও LCD), মনিটর, প্রজেক্টর, ডিশ ওয়াশিং মেশিন। এগুলির ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়ে যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Hereযানবাহনের ক্ষেত্রেঃ পেট্রোল গাড়ি, ডিজেল গাড়ি, তিন চাকার গাড়ি, মোটর সাইকেল, পণ্যবাহী গাড়ি। এগুলির ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়ে যাচ্ছে।
স্বাস্থ্য সামগ্রীঃ স্বাস্থ্যবিমার ক্ষেত্রে কোনও জিএসটি লাগবে না। সেই সঙ্গে দাম কমছে থার্মোমিটার, অক্সিজেন, ডায়গানস্টিক কিট, রিএজেন্ট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপ।
Sponsored Ads
Display Your Ads Hereশিক্ষা ক্ষেত্রেঃ ম্যাপ, চার্ট, গ্লোব, পেন্সিল, শার্পনার, ক্রেয়ন, প্যাস্টেল, বই, নোটবুক, ইরেজার।
কৃষি ক্ষেত্রেঃ ট্রাক্টর, টায়ার, বায়ো-পেস্টিসাইড, ড্রিপ ইরিগেশন সিস্টেম, চাষ করা বা মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত মেশিন।
Sponsored Ads
Display Your Ads Here