নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ সাতসকালে রাস্তায় মোবাইল টাওয়ারের দিকে তাকিয়ে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের। মোবাইল টাওয়ারে উড়ছে পাকিস্তানের পতাকা। ঘটনাটি পশ্চিম বর্ধমানের কুলটির বরাকরের। স্থানীয় বাসিন্দারাই ওই পতাকা নামানোর উদ্যোগ নেন। ঘটনায় সরব হয়েছে বিজেপি। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পুলিশের কাছে।
বরাকরের করিমডাঙাল এলাকায় একটি উঁচু মোবাইল টাওয়ার রয়েছে। শনিবার সকালে ওই টাওয়ারের একদম মাথায় একটি ঝান্ডা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ভাল করে দেখে তাঁরা বুঝতে পারেন, ঝান্ডাটি ভারতের কোনও রাজনৈতিক দলের নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে ওই ঝান্ডাটি মোবাইল টাওয়ারের একদম উঁচুতে বেঁধে দিয়ে এসেছে কেউ বা কারা।
স্থানীয় বাসিন্দারাই ঝান্ডাটি নামানোর ব্যবস্থা করেন। এক যুবক টাওয়ারে উঠে ঝান্ডাটি নামান। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঝান্ডাটি পাকিস্তানের পতাকা। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় কুলটি থানার বরাকর ফাঁড়িতে। পাকিস্তানের পতাকা বরাকরে টাওয়ারের উপরে কোন উদ্দেশ্যে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই নিয়ে গেরুয়া শিবির সরব হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কেশব পোদ্দার বলেন, “রাতে কেউ সেখানে একটা পতাকা টাঙিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, ওটা পাকিস্তানের পতাকা। এটা যদি পাকিস্তানের পতাকা হয়, তাহলে পুলিশ ভাল করে খতিয়ে দেখুক। আর যে বা যারা একাজ করেছে, তাদের দেশদ্রোহী মামলায় গ্রেফতার করতে হবে। বরাকর শান্তিপ্রিয় এলাকা। এখানে সবধর্মের মানুষ মিলেমিশে থাকেন।” এলাকায় অশান্তি বাধানোর চেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।