নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ বর্ধমান এক নম্বর ব্লকের সদর পশ্চিম চক্রের জিয়াড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা চলাকালীন ক্লাসরুমের ছাদের চাঙড় ভেঙে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর পড়ুয়া থেকে শিক্ষকরা সকলে আতঙ্কিত হয়ে পড়ে। তবে অল্পের জন্য বড়োসড়ো বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কেউ আহত হননি।
শিক্ষকরা জানান, “বহুদিন ধরেই ছাদের অবস্থা বেহাল। জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়ছে। মাঝেমধ্যেই ছাদের টুকরো খসে পড়ে। তবুও বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই পঠনপাঠন চলছে।” আবার অভিভাবকদের অভিযোগ, “প্রতিদিন বাচ্চাদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকতে হয়।” অতএব শিক্ষক থেকে পড়ুয়া সকলের একটাই দাবী, “দ্রুত ছাদ মেরামতের ব্যবস্থা করা হোক।”
বারবার বিভিন্ন স্তরে এই সমস্যার কথা জানানো হলেও এখনো অবধি কোনো স্থায়ী সমাধান হয়নি বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। জেলার এক নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব এই প্রসঙ্গে বলেন, “ইতিমধ্যেই বিদ্যালয়ের কিছু কাজ হয়েছে। বাকি কাজ খুব শীঘ্রই শুরু হবে।” উল্লেখ্য, কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম পিরিয়ডের ক্লাস চলাকালীন বিশাল বড়ো ছাদের চাঙড় ভেঙে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here