রায়া দাসঃ কলকাতাঃ সন্ধ্যার ব্যস্ততায় বাড়ি ফেরার সময়ে ফের কলকাতা মেট্রোতে সমস্যা দেখা দিয়েছে। মাঝপথে মেট্রো দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। একাধিক স্টেশনে একই অবস্থা। প্লাটফর্মে উপচে পড়া ভিড়। অফিস থেকে ফেরার পথে হয়রানির শিকার নিত্যযাত্রীরা। মূলত ব্লু লাইন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো লাইনের যাত্রীরাই এই দুর্ভোগের শিকার।

বৃহস্পতিবার সকালে পরিস্থিতি এমন হয়েছিল যে ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ঢুকছিল না কোনও মেট্রো। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। সোমবারও শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডর অর্থাৎ ব্লু লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছিল। বিপাকে পড়েছিলেন যাত্রীরা। বৃহস্পতিবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সন্ধ্যায় বহু মানুষ অফিস থেকে ফেরার জন্য মেট্রোর উপর ভরসা করেন। এসপ্লানেড, টলিগঞ্জ, শোভাবাজারের মতো স্টেশনে দুর্ভোগে পড়েন তাঁরা।

শোভাবাজার মেট্রো স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় মেট্রো রেক। মেট্রো এগোতে না পারায় যাত্রীদের প্রত্যেককে নামিয়ে দেওয়া হয়। টলিগঞ্জেও দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল মেট্রো। লাইন ক্লিয়ার না থাকায় শহীদ ক্ষুদিরামের দিকে এগোতে পারছিল না ট্রেন। পরে পরপর সব স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের একাংশের অভিযোগ, রোজ একটা বিশেষ সময়ে টলিগঞ্জে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। ফলে পরের যে ট্রেন যখন ঢুকছে, তাতে সবাই ওঠার চেষ্টা করছে। ফলে সেটির দরজা বন্ধ হচ্ছে না। ট্রেন লেট হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
 
				 
								 
															













