অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ লেকটাউনের রাস্তার উপরে একটি হনুমান মন্দির অবস্থিত। নিত্যদিন এই মন্দিরে নিষ্ঠাভাবে পুজো করা হয়। প্রচুর মানুষ হনুমান মন্দিরে যাতায়াত করেন। পুজো দেন। কিন্তু এবার এই মন্দিরেই চুরির ঘটনা ঘটে গেল। চোরের দল সোনা-রূপো নিয়ে চম্পট দিয়েছে।
গতকাল রাতেরবেলা লেকটাউনের হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। সিসিটিভি ক্যামেরায় চার জন চোরের দলকে দেখা যায়। মন্দিরের ভিতরে চুরি করার ছবিও ধরা পড়েছে। দীর্ঘ সময় ধরে দুষ্কৃতীরা মন্দিরের ভেতরেই ছিল। তারপর সোনা-রুপো গহনা, মুকুট সহ দান পাত্রের সব নিয়ে চম্পট দেয়।
আজ লেকটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। ঠিক কত টাকার জিনিস চুরি গিয়েছে তা এখনো হিসেব হয়নি। তবে অনুমান করা যাচ্ছে, চুরি যাওয়া জিনিসের মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের তরফে পুলিশের হাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তুলে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here