নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গভীর রাতে বাইরে থেকে বাড়িতে তালা দিয়ে পেট্রোল ঢেলে দম্পতি সহ তাদের ছেলে-মেয়েকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। এই আগুনে পুড়ে ১ জন মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম সন্ধ্যা মিস্ত্রি। বয়স ৪২ বছর। আর আহতরা হলো সন্ধ্যা দেবীর স্বামী কৃষ্ণপদ মিস্ত্রি। বয়স ৫০ বছর আর ১৩ বছর বয়সী ছেলে বাদল মিস্ত্রি ও ১০ বছর বয়সী মেয়ে সুমিত্রা মিস্ত্রি। আগুন লাগাতে গিয়ে সন্ধ্যা দেবীর সৎ ছেলে বাবলু অগ্নিদগ্ধ হয়েছেন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উদয়কৃষ্ণপুরের পশ্চিমপাড়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
গতকাল রাতে কৃষ্ণপদবাবু স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন। কিন্তু ভোররাতে তার প্রথম পক্ষের ছেলে বাবলু বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বাইরে তালা দিয়ে রাখার ফলে পরিবারের সদস্যরা কেউ বাড়ি থেকে বের হতে পারেননি। বাড়ির ভিতর থেকে চিৎকার করতে থাকেন। তখন প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আর পুলিশকে খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সহযোগীতায় কৃষ্ণপদবাবু, সন্ধ্যা দেবী, বাদলবাবু এবং সুমিত্রা দেবীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে সন্ধ্যা দেবীর মৃত্যু হয়। কৃষ্ণপদ ও বাদলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, জমি-জমা সংক্রান্ত পারিবারিক অশান্তির জেরেই বাবলু এই ঘটনা ঘটিয়েছে। আপাতত বাবলুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here