চয়ন রায়ঃ কলকাতাঃ আজ নবান্ন অভিযানে ক্ষোভ উগড়ে দিলেন মিড-ডে মিলের কর্মীরা। এদিন শিয়ালদহ থেকে নবান্নের উদ্দেশ্যে মিছিল চলে। কিন্তু পুলিশ পথেই মিড-ডে মিল কর্মীদের আটকে দিয়ে ব্যারিকেড লাগিয়ে দেন। নিউ মার্কেট থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়।

অভিযানের খবর আসা মাত্রই পুলিশের তরফে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল। ফলে মিড-ডে মিলের কর্মীরা বাধা পেয়ে ব্যারিকেডের উপর উঠে পড়েন। আন্দোলনকারীরা মিছিল থেকেই ক্ষোভ উগরে দিয়ে ক্ষোভের সুরেই জানান, ‘‘আমরা ন্যায়সঙ্গত দাবী নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের দাবী, দশ মাস নয়, বারো মাসের জন্য মিড ডে মিল কর্মীদের ভাতা দিতে হবে। আমাদের নুন্যতম ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে। তবে ন্যায়সঙ্গত দাবী তারা মানতে পারছে না। পুলিশ আমাদের আন্দোলনকে দমন করছে।

একাধিক জেলা থেকে হাজার হাজার মহিলা কর্মী এসেছে। কিন্তু পুরুষ পুলিশ দিয়ে আমাদের রাস্তা আটকানো হয়েছে। আমরা এখানে বসে পড়ব। প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে। এখান থেকে নড়ছি না। আমরা হাড় ভাঙা পরিশ্রম করি। পুজোর সময় ক্লাবে এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে। আর আমরা মিড ডে মিল কর্মীরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না। আমাদের পুজোর বোনাস দেবে না কেন?“
Sponsored Ads
Display Your Ads Here
 
				 
								 
															













