মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ খড়দহের টাটা গেট সংলগ্ন বিটি রোডে স্কুল বাসের ধাক্কায় ১ জন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আর দু’জন আহত হয়েছেন। মৃতের নাম বাবলু সাউ। এই দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলুবাবু রাস্তা পারাপার করার সময় দ্রুতগতিতে আসা টিটাগড়গামী বাসটি সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় তাকে ও আরো দু’জনকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এর জেরে বাবলুবাবু বাসের চাকার তলায় একেবারে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এরপর আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর উত্তেজিত জনতা বাস আটকে রেখে বিক্ষোভ দেখান। পাশাপাশি সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় পথ অবরোধও করা হয়। খড়দহ থানার পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। আর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
