অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতে আমহার্স্ট স্ট্রিট থানার রাজাবাজার এলাকার এপিসি রোডে এক আইনজীবীর উপর চপার দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। আহত ব্যক্তির নাম মজিদ আখতার। বয়স ৩৫ বছর।
জানা গেছে, মজিদ খাবার নিয়ে বাড়ি ফেরার পথে তিন জন যুবক মাস্ক পরা অবস্থায় বাড়ির গেটের বাইরে এসে পথ আটকে দেয়। এরপর হঠাৎ চপার দিয়ে তার উপর আক্রমণ করে। এর জেরে মজিদের ঘাড়, হাত ও শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। এদিকে স্থানীয়রা মজিদের উপর আক্রমণ করতে দেখে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
তারপর স্থানীয় লোকজন মজিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে গোটা বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনার তদন্তে নামে। আর কারা কি উদ্দেশ্য এই ঘটনা ঘটিয়েছে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইনজীবীর কোনো ব্যক্তিগত শত্রু এই ঘটনায় জড়িত কিনা তাও জানার চেষ্টা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here