নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ বোলেরো গাড়ি, পিকআপ ভ্যান ও সরকারী বাসের সংঘর্ষে প্রায় ৩ জনের মৃত্যু হয়েছে। আর ১০ জন গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর ৪ জনকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল ও একজনকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহতদের রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। মৃত ও আহতদের বাড়ি ওল্ড মালদার মাধাইপুর এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যায় পথ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার জামবাড়ি এলাকায়।
জানা গিয়েছে, মৃত ও আহতরা ঠ্যাঙাপাড়ায় দিবারাত্রি ফুটবল খেলা দেখতে আসছিলেন। মোট তিনটি বোলেরো করে তাঁরা আসছিলেন। প্রথম দুটি বোলেরো পেরিয়ে যাওয়ার পর তৃতীয় বোলেরো পথ দুর্ঘটনার কবলে পড়ে। ঠ্যাঙাপাড়া আসার পথে বংশীহারী এলাকায় জাতীয় সড়কে মালদাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে বোলেরো গাড়ির ঠিক পিছনেই ছিল বালুরঘাটগামী একটি সরকারি বাস। হঠাৎ সামনে দুর্ঘটনা ঘটায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বোলেরোর পিছনে ধাক্কা মারে। তারপর পিকআপ ভ্যান ও সরকারি বাসটি রাস্তার পাশে নয়নজুলিতে গিয়ে পড়ে।
দুর্ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারী থানার পুলিশ। দুর্ঘটনায় বোলেরো গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পাশাপাশি পিকআপ ভ্যান ও সরকারি বাসটি নয়নজুলিতে গিয়ে পড়ায় বাসের যাত্রীরা অল্পবিস্তর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে রশিদপুর গ্রামীণ হাসপাতালে দু’জন এবং গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে। আপাতত বংশীহারী থানার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।