নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ সাতসকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে যান। সেখানে প্রথমে গয়ায় পৌঁছে গিয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। নরেন্দ্র মোদীর আগমনে গয়াবাসীও ‘উৎসাহী’ হয়ে ওঠে। দলে দলে তারা প্রধানমন্ত্রীর সভায় হাজির হন। ভিড় এতই যে পা ফেলারও জায়গা থাকে না।
এদিন নরেন্দ্র মোদী ভোটমুখী বিহারকে উপহারে ভরিয়ে দিয়েছেন। নতুন নতুন প্রকল্প উপহার হিসাবে নিয়ে যান। এদিন এক হাজার আটশো কোটি টাকার আন্টা-সীমারিয়া ব্রিজ উদ্বোধন করেন। যা বিহারে উত্তর এবং দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগকে পুনরায় মজবুত করেছে। এতদিন এই অংশে যে সেতু ছিল, তা দীর্ঘ পুরোনো হওয়ায় ভারী গাড়ির যাতায়াত একেবারে বন্ধ হয়ে যায়।
পাশাপাশি, রেল সেতু হওয়ায় এই অংশ যানচলাচলের জন্য অনেকটাই সংকীর্ণ। ফলে যানজটও বেড়ে যায়। তবে এই সব সমস্যা এখন অতীত। নরেন্দ্র মোদীর হাত ধরে বিহারবাসী নতুন পথ পেয়েছেন। এছাড়া গয়ার উন্নয়ন কাজে অর্থাৎ স্বাস্থ্য, শহর ও বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নের জন্য আরো বারো হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্য়াস করেন। এর সাথে ক্যানসার হাসপাতালের উদ্বোধন করেন।
Sponsored Ads
Display Your Ads Here