নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকাল গভীর রাতেরবেলা কোচবিহারের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে তৃতীয় বর্ষের এক ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম অন্বেষা ঘোষ। বাড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
জানা গেছে, গতকাল রাতেরবেলা অন্বেষার পরিচিত একজন ফোন করেছিলেন। বারবার ফোন করেও না পাওয়ায় ওই হস্টেলে থাকা তার দু-একজন বান্ধবীকে ফোন করে অন্বেষা কোথায় জানতে চান। তখন ওই ছাত্রীরা অন্বেষার খোঁজ করতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত হস্টেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তারপর অন্বেষাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আপাতত এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে দেহ রাখা রয়েছে। পাশাপাশি অন্বেষার বাড়িতেও খবর দেওয়া হয়েছে। এক্ষেত্রে ছাত্রীটি আত্মহত্যা করেছে না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। পাশাপাশি হস্টেলের আবাসিকদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। সেই সাথে অন্বেষার মা-বাবাকেও জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করতে চাইছেন।
Sponsored Ads
Display Your Ads Here