চয়ন রায়ঃ কলকাতাঃ এবার মহানগরীতেই খোদ রাজ্যপালের নামে সাইবার প্রতারণার চেষ্টার অভিযোগ সামনে এসেছে। কখনো ফোন কলে, কখনো ইমেলে, কখনো সোশ্যাল মিডিয়া মেসেজের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। তাই রাজ্যপালের নজরে বিষয়টি আসতেই রাজভবনের তরফে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে অনেক বেশী সতর্ক থাকতে হবে। রাজভবন কখনো কোনো কারণে কারোর কাছ থেকে টাকা চায় না। রাজভবনের নাম করে যদি কাউকে টাকা দেওয়ার কথা বলা হয়, তাহলে তা ভুয়ো বলে ধরে নিতে হবে।
রাজভবনের দেওয়া গাইডলাইনে বলা হয়েছে, রাজ্যপালের অফিসের তরফ থেকে বলে কেউ যোগাযোগ করলে সবসময় তার সত্যতা যাচাই করতে হবে। এরকম কোনো ফোন বা মেসেজ গেলে যাতে ব্যক্তিগত তথ্য না দেওয়া হয়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। এছাড়া এমন কোনো সন্দেহজনক কার্যকলাপ ঘটলে, তা নিয়ে অবিলম্বে অভিযোগ জানানোর পরামর্শও দেওয়া হয়েছে। নিকটবর্তী থানা অথবা সাইবার সেলে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল সহ cybercrime.gov.in এ অভিযোগ জানানোর কথাও বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here