রায়া দাসঃ কলকাতাঃ কলকাতা মেট্রো ক্রমশ বিস্তৃত হচ্ছে। শহর থেকে শহরতলি জুড়ে যাচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রেল লাইনের সাথেও মেট্রোর সংযোগ বাড়ছে। কিন্তু পুরোনো লাইন অর্থাৎ গড়িয়া-দক্ষিণেশ্বর সংযোগকারী ব্লু লাইনের বেহাল অবস্থা এবার সামনে এলো। ফের মেট্রোর লাইনে জল জমে গেল।
আজ নেতাজী ভবন ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে আপ লাইন এবং ডাউন লাইনে জল ঢুকে যায়। এতে পরিষেবা বিঘ্নিত হয়। দুপুরবেলা ১২টা ১৬ মিনিট অবধি মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হয়। এর জেরে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। অনুমান করা হচ্ছে, বেশ কিছুক্ষণ একটানা বৃষ্টি হওয়ায় এভাবে জল ঢুকে যায়।
অন্যদিকে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় ওই লাইনের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। কয়েকদিন আগেই মেট্রোর জেনারেল ম্যানেজার বলেছিলেন, “লাইন দ্রুত মেরামত করা জরুরী।” এদিন সেটা আরো একবার স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে কালীঘাটেও এভাবে জল ঢুকতে দেখা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কলকাতা মেট্রো সেন্ট্রাল ড্রেনেড সিস্টেম বা কেন্দ্রীয় নিকাশি ব্যবস্থা সেটা দিয়ে জল বের হতে শুরু করেছিল। সর্বোচ্চ মাত্রা পেরিয়ে জল উঠে গেলে এই নিষ্কাশন প্রক্রিয়া বন্ধ করে দিতে হয়। সেই জল যতীন দাস পার্ক ও কালীঘাট মেট্রো স্টেশনের মাঝের লাইনের উপরে দেখা গেলে জল নিষ্কাশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এরপর লাইনে জল জমে থাকতে দেখা যায়। এদিন কালীঘাট এবং যতীন দাস পার্কের মাঝে প্রথম লাইনের উপর জল দেখা যায়। তারপর নেতাজী ভবন মেট্রো স্টেশনের লাগোয়া অংশেও জল দেখা যায়।