নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের নাম ব্যবহার করে বার বার প্রতারণা চলছে। ইতিমধ্যেই হুগলীর এক ই-স্কুটার ব্যবসায়ী এই ফাঁদে পা দিয়ে ১৯ হাজার ৫০০ টাকা খুইয়েছেন। এবার গতকাল একই কৌশলে কালনা শহরের এক জন অ্যাকোয়াগার্ড ব্যবসায়ীকে টার্গেট করা হয়। তবে হাসপাতালের সহকারী সুপারের হস্তক্ষেপে শেষমেশ প্রতারণার হাত থেকে রক্ষা পান।
জানা গিয়েছে, কালনা মহকুমা হাসপাতালের সুপারের নাম করে অ্যাকোয়াগার্ড ব্যবসায়ী সুমিত দত্তকে ফোনে জানানো হয়, হাসপাতালে ৪৫ পিস অ্যাকোয়াগার্ডের প্রয়োজন। এরপরই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা জমা দিতে বলা হয়। কিন্তু সুমিতবাবুর সন্দেহ হওয়ায় ওই হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাসকে বিষয়টি জানান। তখনই জানতে পারেন যে তিনি প্রতারণার শিকার হতে যাচ্ছিলেন। সুমিতবাবু বলছেন এই প্রথম নয়, এর আগেও মায়াপুর ইসকনের নাম করে তার কাছে একইরকম ভুয়ো ফোন এসেছিল।
তবে খুব শীঘ্র সুমিতবাবু থানার দ্বারস্থ হবেন। কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান, “এর আগে হাসপাতালের সুপারের নাম করে, নার্সদের ই-স্কুটি দেওয়ার নাম করে এক জন ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। এবার অ্যাকোয়াগার্ড ব্যবসায়ীর কাছে টাকা দাবী করা হয়েছে। বিষয়টি কালনা থানার আইসিকে মৌখিকভাবে জানানো হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here