নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের ডাউহিলে বেড়াতে এসে হোমস্টের ছাদ থেকে পড়ে ১ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়। বাড়ি হাওড়ায়। কলকাতার হেরিটেজ কলেজের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল।
জানা গিয়েছে, তিন দিন আগে কলকাতা থেকে দু’জন বন্ধু ও চার জন বান্ধবী মিলে পাহাড়ে বেড়াতে যান। সপ্তনীলের বন্ধু-বান্ধবীরা যাদবপুরের সোশিয়োলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া। ওই বন্ধু-বান্ধবীর মধ্যে এক জনের বাড়ি জলপাইগুড়িতে। তারা প্রথমে ওই বাড়িতে গিয়েই ওঠে। সেখানে দু’দিন কাটিয়ে দু’দিন আগেই কার্শিয়াংয়ে গিয়ে ডাউহিলের একটি হোম স্টেতে ওঠে। এদিন ভোরবেলা ৫টা ৩০ মিনিট নাগাদ স্বপ্তনীল সূর্যোদয় দেখতে হোম স্টের ছাদে ওঠেন সেখান থেকেই আচমকা নীচে পড়ে যেতেই হইচই পড়ে যায়।
এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পাশাপাশি হোম স্টে কর্তৃপক্ষ ও বন্ধুরা মিলে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। ইতিমধ্যেই পুলিশ মৃতের পরিবারের সাথেও যোগাযোগ করেছেন। অন্যদিকে, ঘটনাটি ঘটেছে কিভাবে তা নিয়ে তদন্ত শুরু করেছেন ৷ সেই সাথে সপ্তনীলের বন্ধু এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here