নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মিরাটে টোলপ্লাজার কর্মীদের হাতে ১ জন সেনা জওয়ান আক্রান্ত হলেন। টোল বুথে বচসা নিয়ে সেনা জওয়ানকে রাস্তার পোলে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়েছে। আক্রান্ত জওয়ানের নাম কপিল কাভাদ। ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্টের সদস্য। শ্রীনগরে পোস্টিং। এদিকে, এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ ওই টোল বুথের ৪ কর্মীকে গ্রেফতার করেছেন।
জানা গিয়েছে, কপিল কাভাদ ছুটিতে বাড়ি এসেছিলেন। ডিউটিতে যোগ দেওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন। কিন্তু মিরাটের ভুনি টোল বুথে দীর্ঘ জ্যামে আটকে পড়েন। আর দেরী হলে ফ্লাইট মিস হয়ে যাবে, এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন। ফলে গাড়ি থেকে নেমে টোল বুথের কর্মীদের সাথে কথা বলতে যান। তবে সেখানে গিয়ে জানান, “তাঁর গ্রাম সামনেই, এটা টোলের অধীনে পড়ে না।” কিন্তু টোল বুথের কর্মীরা এই যুক্তি মানতে নারাজ। সাথে বচসা শুরু হয়ে যায়। ত তাদের
এরপর কপিল কাভাদ ও তাঁর খুড়তুতো ভাইকে প্রায় পাঁচ জন কর্মী মিলে মারধর করেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হতেই দেখা গিয়েছে, ওই সেনা জওয়ানকে একটি পোস্টে হাত মুড়িয়ে দাঁড় করিয়ে রাখা হয়। আর পিছন থেকে একজন হাত আটকে রেখেছেন, বাকিরা লাঠি দিয়ে মারধর করছেন। পরে ওই ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তারপর টোল বুথের সিসিটিভি ফুটেজ দেখে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে।
Sponsored Ads
Display Your Ads Here