রায়া দাসঃ কলকাতাঃ ফের বিধাননগরে বেপরোয়া গাড়ির ধাক্কা । আহত ডেলিভারি বয় ঘাতক গাড়িটিকে আটক করেছে উত্তর বিধান নগর থানার পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল সল্টলেক চত্বর। একটি প্রাইভেট গাড়ি রেলিং ভেঙে দুটি বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ওই গাড়িতে আগুন লেগে যায়। সেই সঙ্গে দুটি বাইকেও আগুন লেগে যায়। উত্তপ্ত হয়ে ওঠে বিধাননগর চত্বর। তার এক সপ্তাহও গেল না। ফের একই ঘটনা।
জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে এগারোটা থেকে ১২টা নাগাদ সিটি সেন্টার ওয়ান আইল্যান্ড থেকে রামকৃষ্ণ আইল্যান্ডের দিকে যাচ্ছিল একটি বেসরকারি গাড়ি। স্থানীয়দের দাবি, প্রাইভেট ওই গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। সামনেই ছিল অনলাইন খাদ্য সরবরাহকারীর স্কুটিটি।
অভিযোগ, পিছন থেকে এসে ধাক্কা মারলে ছিটকে গিয়ে পড়ে গাড়িটি। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে ডিভাইডারে। গাড়ির চালক ও যাত্রী দুজনকেই আটক করেছে উত্তর বিধান নগর থানার পুলিশ। কয়েকদিন আগে দুর্ঘটনা নিয়ে উত্তপ্ত হয়েছিল সল্টলেক চত্বর। সেই সময় প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন, এই সব রাস্তা দিয়ে অতিরিক্ত গতিতে প্রাইভেট গাড়িগুলো যায়। ফের একবার এই ঘটনা সে কথাই প্রমাণ করল।
Sponsored Ads
Display Your Ads Here