নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গত দেড় মাসে বাঁকুড়ার কোতুলপুর ও জয়পুর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় এলাকাময় শোরগোল পড়ে গিয়েছিল। অবশেষে পুলিশী তদন্তে দু’টি আলাদা আলাদা চুরির ঘটনায় আপাতত ২ দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। ধৃতদের কাছ থেকে দু’টি বাড়ি থেকে খোয়া যাওয়া বিপুল পরিমাণ সোনার অলঙ্কার এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। নগদ টাকা ও সোনার অলঙ্কার মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকা মূল্যের সামগ্রী উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ ই জুলাই সেনাকর্মী গনেশ মহন্তর, বাবা প্রশান্ত মহন্ত কোতুলপুর থানায় অভিযোগ দায়ের করে জানান, “কোতুলপুর থানার বামুনাইরি মোড়ে দুষ্কৃতীরা বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাড়িতে রাখা প্রায় ৪২ গ্রাম সোনার গহনা এবং পঞ্চাশ হাজার নগদ টাকা লুঠ করে নিয়ে যায়। পুলিশ অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেন। কিন্তু তদন্ত চলাকালীন ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
গত ৫ ই আগস্ট পার্শ্ববর্তী জয়পুর থানার হাটতলা দত্তপাড়া এলাকায় জনার্দন গরাইয়ের বাড়িতে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মেয়ের বিয়ের জন্য রাখা ২৯ গ্রাম সোনার গহনা ও ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দেন। এদিকে, কোতুলপুর এবং জয়পুর থানায় পরপর দু’টি বাড়িতে চুরির পদ্ধতি দেখে তদন্তকারীরা নিশ্চিত হয় যে দুষ্কৃতীদের একটি দলই কাজ করছে। এরপর বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতি কাজে লাগিয়ে গত ১১ ই আগস্ট পুলিশ বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল গ্রাম থেকে আব্দুল রব খান ও মতিউর রহমান মণ্ডল নামের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর পুলিশ আব্দুল রব এবং মতিউর রহমানকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেয়। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে দু’টি বাড়ি থেকে খোয়া যাওয়া সমস্ত সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করেন। পাশাপাশি পুলিশ এই ঘটনায় যুক্ত অপর এক জন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছেন।