নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ উত্তাল সমুদ্রে তলিয়ে গেল দুই পর্যটক। দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে নুলিয়ারা। প্রথমে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনকে আর বাঁচানো যায়নি। মৃত্যু হয়েছে ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউয়ের (৪২)। তাঁকে উদ্ধার করে দিঘা স্ট্রেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অপর পর্যটক। তবে বেঁচে গিয়েছেন হাওড়ার লিলুয়ারের বাসিন্দা শঙ্কর হাজরার (৪৫)। তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগ এবং তীব্র বাতাসের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল। কিন্তু তারমধ্যেও বহু পর্যটককেও সমুদ্রস্নানে নামতে দেখা যায়। এরইমধ্যে তলিয়ে যান শঙ্কর, নারায়ণ। নুলিয়ারা ঝাঁপিয়ে পড়লেও খবর পাওয়া মাত্রই পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, সমুদ্রের ঢেউয়ের উচ্চতা এমন ছিল যে পর্যটকরা সমুদ্রে নামার কয়েক মিনিটের মধ্যে তলিয়ে যান। কিছু পর্যটক বিপদ এড়িয়ে তটে ফিরতে পারলেও ওরা দু’জনে আর ফিরতে পারেননি। এদিকে সমুদ্র উত্তাল থাকার বিষয়ে প্রশাসনের তরফেও পর্যটকদের সতর্ক করা হচ্ছে। দিঘা মোহনা থানার ওসি প্রবীর সাহা জানান, এদিনের এই ঘটনা খুবই দুঃখজনক। সমগ্ৰ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
Sponsored Ads
Display Your Ads Here