রায়া দাসঃ কলকাতাঃ অবশেষে তথ্য প্রযুক্তি সংস্থা কগনিজেন্টের কর্মীদের জন্য সুখবর। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ কর্মীদের বেতন বৃদ্ধি পেতে চলেছে। টিসিএসের পর কগনিজেন্টও কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করেছে।
সংস্থা সূত্রের খবর, সংস্থার প্রায় আশি শতাংশ কর্মীর বেতন বৃদ্ধি হচ্ছে। আগামী ১ লা নভেম্বর থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের উপরে ভিত্তি করেই জুনিয়র থেকে সিনিয়র অ্যাসোসিয়েট লেভেলের কর্মীদের বেতন বৃদ্ধি হবে বলেই জানানো হয়েছে। যাদের পারফরম্যান্স সবথেকে ভালো, তাদেরই সবথেকে বেশী বেতন বৃদ্ধি করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরেই কগনিজেন্টের অ্যাসোসিয়েটদের সর্বোচ্চ বোনাস দেওয়া হয়েছে। এর আগে, গত সপ্তাহে টাটা কনসাল্টেন্সি সার্ভিস আশি শতাংশ কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। আর সেপ্টেম্বর মাসেই জুনিয়র থেকে মাঝারী মাপের কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here