নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ এবার জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান এসে একটি লঙ্গরখানা ধুয়েমুছে সাফ হয়ে গেল। আজ জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় পাদ্দার সোতি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে। এতে অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের চোসিতি এলাকায় মেঘভাঙা বৃষ্টি নামায় বড়ো ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মাচেইল মাতার যাত্রা এখান থেকেই শুরু হয়। উদ্ধারকারী দল এই বিপর্যয়ের খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং ইতিমধ্যেই পরিস্থিতির খোঁজ নিয়েছেন।
শ্রীনগরের মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, এদিন দিনভর মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত সহ ঝড়-বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। জম্মু, ডোডা, পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, বারামুল্লা, বান্দিপোরা, শ্রীনগর, উধমপুর, গান্দেরবাল, কিস্তওয়ার ও কুপওয়াড়ায় ভারী বৃষ্টিপাত হবে। প্রসঙ্গত, সম্প্রতি উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে ধরালী গ্রাম একেবারে ধুয়ে গিয়েছিল। বহু মানুষের প্রাণহানি হয়েছিল। আবার অনেকে আহতও হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here