মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর নয়া প্রতিশ্রুতি। গতকাল শুভেন্দু অধিকারী কাঁচড়াপাড়ায় ‘কন্যা বাঁচাও’ মিছিলে অংশ নিয়ে জানান, ‘‘ভোটে জিতে এলে বিজেপি দলের শহিদ পরিবারদের দায়িত্ব নেবে। আর দলের যে নেতা-কর্মীরা জেল খেটেছেন, তাদেরও মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।’’
এদিন মিছিলের শেষে মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলনেতার বক্তব্য, ‘‘যাদের তৃণমূল সরকার মামলায় জড়িয়ে জেল খাটিয়েছে তাদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়া ভোটে জয়ী হয়ে এলে বদল হবে আর সঙ্গে বদলাও হবে। সুদে-আসলে সব ফেরত দেওয়া হবে বলেও হুঁশিয়ারী দেন।’’ কিন্তু ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেও শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘বিজেপি বাংলায় ক্ষমতায় এলে এই ভাতার কথা বলেছেন।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code