চয়ন রায়ঃ কলকাতাঃ শহর কলকাতায় পর পর ভেঙে পড়ছে ভগ্নপ্রায় বাড়ি। আজ এন্টালির এক নম্বর অনরাইট লেনে আচমকা একটি বাড়ির বারান্দা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২ জন বৃদ্ধা আহত হন। আহতরা হলেন ৬৩ বছর বয়সী মঞ্জু লাহিড়ী ও ৭৯ বছর বয়সী রথীন সেন। এই ঘটনায় এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এক জন বৃদ্ধা ওই বিপজ্জনক বাড়িটির বারান্দায় গিয়েছিলেন। তখন ওই বৃদ্ধা গুরুতর আঘাত পান। তবে ওই একই সময় আরো একজন হেঁটে আসছিলেন তিনিও গুরুতর আহত হন। এরপর এলাকাবাসী আওয়াজ পেতেই দৌড়ে ঘটনাস্থলে যান। এরপর মঞ্জু দেবী এবং রথীনবাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে এন্টালি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। সাথে বিপর্যয় মোকাবিলা বাহিনীও হাজির হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code