নিজের ত্বককে সুন্দর দেখতে কে না চায়, আর যদি সেটা বাড়িতে বসেই করা যায়, তাহলে তো আলাদিনের প্রদীপ হাতে পাওয়া। এবার খুব সহজে বাড়িতেই গোলাপের পাপড়ি দিয়ে তৈরী নানারকম ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। যা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে দুর্দান্ত সাহায্য করবে।
প্রথমত, জলের মধ্যে কিছুটা পরিমাণ গোলাপের পাপড়ি দিয়ে জলটা ভালো করে ফোটাতে হবে। আর জল ফুটে গেলে, জলটি ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার একটি শিশির মধ্যে গোলাপের এই জল ঢেলে রেখে ফ্রিজে রেখে দিতে হবে। যা টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাইরে থেকে ঘরে ফিরে ক্লান্ত ত্বককে তরতাজা করতে বাড়িতে তৈরী এই গোলাপ জল দারুণ কাজ করে।
দ্বিতীয়ত, পরিমাণমতো বেসন নিয়ে তার মধ্যে অল্প দুধ মিশিয়ে নিতে হবে। তারপর ঘরে তৈরী গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে নেওয়া যেতে পারে। এই ফেসপ্যাক রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে দারুণ ভাবে কাজ করে। এছাড়া, অল্প পরিমাণ নারকেল তেলের সাথে কয়েকটা গোলাপের পাপড়ি মিশিয়ে গরম করে নিতে হবে। এরপর ঠান্ডা হলে হাতে-পায়ে মেখে নিতে হবে। শুষ্ক ত্বকের পক্ষে এটি ভীষণ ভাবে কাযকর উপকারী।
Sponsored Ads
Display Your Ads Here