নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আসানসোলের কুলটির ইসিএলের বেজডি কোলিয়ারিতে ইসিএলের গাড়ির ধাক্কায় ১ জন স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো। এই ঘটনার প্রতিবাদে মৃতের পরিবার-পরিজন মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন। মৃতা ছাত্রী একাদশ শ্রেণীর ছাত্রী নন্দিনী গুপ্ত। বাড়ি রাধানগরে।
জানা গিয়েছে, এদিন নন্দিনী তার মামার সাথে মোটরবাইকে চেপে স্কুল যাওয়ার সময় ইসকো রোডের রানিসায়র মোড়ে ইসিএলের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর নন্দিনীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নন্দিনীর পরিবারের সদস্যরা ময়নাতদন্তের পর বেজডি কোলিয়ারিতে দেহ রেখে ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ দেখান। আসানসোল পুরসভার ১০২ ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাজিও এই বিক্ষোভে অংশ নেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code