নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ খড়দহের অ্যাপার্টমেন্টে অস্ত্রভাণ্ডারের হদিশ! খড়দহের রিজেন্ট পার্কে একটি অ্যাপার্টমেন্টে ১৫ টা আগ্নেয়াস্ত্র ও হাজার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সোমবার সকালে ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালায় বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। উদ্ধার হয় লক্ষাধিক টাকা। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে লিটন নামে এক ব্যক্তিকে
জানা গিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে থাকেন মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর ফ্ল্যাট থেকেই ১৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে দেশি-বিদেশি বন্দুক রয়েছে। কোন কারণে এত অস্ত্র ফ্ল্যাটে মজুত করা হয়েছিল, সেই বিষয়টিই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তের স্বার্থে গোয়েন্দারা এখনই এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাইছেন না। তবে পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া থেকে এই অস্ত্র বানিয়ে নিয়ে এসেছিলেন তিনি। মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেই মধুসূদনের হদিশ পায় বারাকপুর পুলিশ কমিশনারেট। এরপরই সোমবার ভোর বেলাতে গোয়েন্দারা ওই অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলেন। মধুসূদনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সব সময়েই দেখা হলে হেসে কথা বলেন। গাড়ি নিয়ে আসা যাওয়া করতেন। পাড়াতে লোকের সঙ্গে মিশতেনও। আমরা তো ভাবতেই পারছি না। আমাদের পাড়ার সুনাম রয়েছে। এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আমরা আতঙ্কিত।”
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় আরেক বাসিন্দা বলেন, “আমরা তো নিরীহ বলেই জানতাম। এখানে ভাড়া ছিলেন। ফ্ল্যাটে তো এরকম অনেকেই ভাড়া থাকেন।” বিষয়টি নিয়ে সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, “ভোট আসছে, এখন এসব আসা শুরু হয়েছে। এত অস্ত্র খড়দহে এসে পৌঁছাল কীভাবে? এক হাজার রাউন্ড গুলি কম নয়, এক হাজার মানুষের প্রাণ যেতে পারে। এর জবাব রাজ্যের পুলিশমন্ত্রীকে দিতে হবে।”