নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ সপ্তাহের প্রথম দিন রাস্তায় নেই অটো নেই মিনিবাস। ফলে দুর্গাপুরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। অফিস যাত্রী সহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সকলেই হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা দেন। এর আগে হুগলীতে বাস মালিক সংগঠন টোটোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল।
জানা গিয়েছে, আজ প্রায় আড়াইশোর বেশী মিনিবাস ও দু’হাজারের বেশী অটো রাস্তায় না নামায় যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েছেন। ক্ষুব্ধ মিনিবাস মালিক সঞ্জয় কর্মকারের অভিযোগ, “দু’মাস আগে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তখন জানানো হয়েছিল সমাধান হবে। কিন্তু আগের মতোই টোটো দাপিয়ে বেড়াচ্ছে। যাত্রী কমে গিয়ে বাস চালানোই কঠিন হয়ে পড়েছে। জ্বালানীর দাম বাড়ছে, ট্যাক্স বাড়ছে, খরচ বাড়ছে আর যাত্রী কমছে। এই অবস্থায় হেলপার, চালক, মালিক সকলেই ক্ষতির মুখে পড়ে হাঁপিয়ে উঠেছেন।”
আবার অটো মালিকদেরও অভিযোগ, “সব কাগজপত্র বৈধ থাকার পরও তারা কোণঠাসা। যে টোটোগুলোর লাইসেন্স নেই, সেগুলোই রাস্তায় দাপিয়ে ছুটছে। প্রশাসন চুপ। তাই আজ গাড়ি বন্ধ করে প্রতিবাদ চলছে। বহুবার প্রশাসনকে জানানো হলেও সমাধান হওয়ার আশ্বাস জানালেও কোনো লাভ হয়নি।” যদিও মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় অটো এবং মিনিবাস সংগঠনের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here