রায়া দাসঃ কলকাতাঃ এবার নবান্নে ডিজিটাল কন্ট্রোল রুম চালু হচ্ছে। সব নথি ডিজিটালকরণ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া সব জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখার ব্যবস্থা থাকছে। রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ডিজিটাল কন্ট্রোল রুম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
এডিজি আইনশৃঙ্খলার অধীনে নবান্নের তিনতলায় এই ডিজিটাল কন্ট্রোল রুমটি খোলা হচ্ছে। সেখানে একজন সাব ইন্সপেক্টর, দু’জন এএসআই ও ছ’জন কনস্টেবল থাকবেন। আপাতত এই পুলিশকর্মীদের নিয়েই কন্ট্রোল রুম চালু করা হবে। দিনের চব্বিশ ঘণ্টাকে তিনটি শিফটে ভাগ করে এই পরিষেবা চালু করা হবে।
কিছুদিন আগেই কলকাতা পুলিশের মতো নবান্নের পুলিশ রাজ্যের অবস্থা সরাসরি দেখতে কন্ট্রোল রুম থেকেও কয়েক হাজার সিসি ক্যামেরার মনিটরিং শুরু করেন। ফলে নবান্ন থেকে গোটা রাজ্যের সিসি ক্যামেরার ছবি দেখা যাচ্ছিল। এবার তার সঙ্গেই ডিজিটাল কন্ট্রোল রুম যুক্ত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here