অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রতিদিন শিয়ালদহের উত্তর-দক্ষিণ দুই শাখায় হাজার হাজার যাত্রী যাতায়াত করছে। আর বিভিন্ন রুটে একগুচ্ছ ট্রেনও যাতায়াত করে। প্রতি মিনিটে একের পর এক প্লাটফর্ম থেকে কোনো না কোনো ট্রেন ছাড়ছে। সঠিক ধারণা না থাকলে কোন প্লাটফর্মে যাবেন, সেটা বুঝে ওঠা বেশ সমস্যার। তাই এবার রেল কর্তৃপক্ষ সেই সমস্যার সমাধান করলো। কোন প্লাটফর্ম থেকে কোন রুটের ট্রেন চলবে, তা এবার নির্দিষ্ট করে দেওয়া হল। এতে যাত্রীদের স্টেশনে ঢুকে আর খোঁজাখুঁজি করতে হবে না।
সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতেই রেলের তরফে শিয়ালদহ ডিআরএম বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট প্লাটফর্ম থেকেই নির্দিষ্ট শাখার ট্রেন চলাচল করবে। ওই প্লাটফর্মে অন্য কোনো শাখার ট্রেন প্রবেশ করবে না।
১)শিয়ালদহ উত্তর শাখার এক নম্বর প্লাটফর্ম থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে, রানাঘাট, কল্যাণী সীমান্ত, নৈহাটি ও ব্যারাকপুরের লোকাল ট্রেন চলবে।
২)শিয়ালদহ উত্তর শাখার পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে আট নম্বর প্লাটফর্মে ডানকুনি এবং বারুইপাড়া লোকাল ট্রেন চলবে।
Sponsored Ads
Display Your Ads Here
৩)শিয়ালদহ উত্তর শাখার ছ’নম্বর প্লাটফর্ম থেকে দশ নম্বর প্লাটফর্মে হাসনাবাদ, বনগাঁ, ঠাকুরনগর, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট ও দমদমগামী লোকাল ট্রেন চলবে।
৪)শিয়ালদহ উত্তর শাখার নয় নম্বর, এগারো নম্বর এবং চোদ্দ নম্বর প্লাটফর্ম থেকে দূরপাল্লার ট্রেনগুলি ছাড়বে।
Sponsored Ads
Display Your Ads Here৫)শিয়ালদহ দক্ষিণ শাখার পনেরো নম্বর থেকে একুশ নম্বর প্লাটফর্মে ক্যানিং, নামখানা, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর ও সোনারপুরগামী লোকাল ট্রেনগুলি ছাড়বে।
উল্লেখ্য, রেলের তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে ব্যস্ত শিয়ালদহ স্টেশনে নিত্যদিন প্রায় পনেরো থেকে আঠেরো লক্ষ যাত্রী যাতায়াত করেন। কলকাতা শহরের সাথে মফরসল এলাকাগুলির যোগাযোগ স্থাপনের কেন্দ্র এই শিয়ালদহ স্টেশন। প্রতিদিন এখানে অন্তত ৯১৫টি লোকাল ট্রেন চলাচল করে। অফিসের ব্যস্ত সময় হোক বা বাড়ি ফেরার সময়, ট্রেন ধরার তাড়া থাকলে কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে এই নিয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে এবার সেই সমস্যায় দাঁড়ি পড়লো।
Sponsored Ads
Display Your Ads Here