অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দুপুরে বাইপাসের মাঠপুকুর এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লাগতেই শোরগোল পড়ে যায়। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আর গুদামে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়। তবে গুদামটি পরিত্যক্ত হওয়ায় ভেতরে কেউ না থাকায় কেউ হতাহত হননি।
দমকল বিভাগ অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন নিয়ে আসে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরো চারটি ইঞ্জিন এসে পৌঁছায়। এই মুহূর্তে দমকল কমীদের মোট আটটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। এলাকাবাসীরাও ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। আর ওই মুহূর্তে ওই এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় আগুন নেভাতে অনেকটাই সুবিধা হয়।
তবে আশপাশে অনেক ঘর-বাড়ি থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। না হলে আগুন ছড়িয়ে পড়লে আরো ক্ষয়-ক্ষতির সম্ভাবনা বাড়বে। কিন্তু পরিত্যক্ত ওই প্লাস্টিকের গুদামে আগুন লাগলো কিভাবে? তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও দমকল বিভাগের তরফে আগুন লাগার কারণ ভালোভাবে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here