নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে মন্দিরে মন্দিরে ভিড় উপচে পড়ছে। ঘটছে বেশ কয়েকটি দুর্ঘটনাও। এরই মধ্যে এবার দুমকা জেলার বাসকীনাথ মন্দিরে যাওয়ার পথে মোহনপুর থানা এলাকার জামুনিয়া চকে একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় ৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আর প্রায় ২৫ জন আহত হয়েছেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, পুণ্যার্থীরা সবাই বিহারের গয়া থেকে ওই মন্দিরে যাচ্ছিলেন। প্রথমে বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল নিয়ে দেওঘরে অর্থাৎ বাবা বৈদ্যনাথধাম মন্দিরে জল ঢালেন। এরপর রীতি মেনে সেখান থেকে দুমকা জেলার বাসকীনাথ মন্দিরের পথে রওনা দেন। কিন্তু মন্দিরে যাওয়ার পথে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইটের স্তূপে ধাক্কা মারে। এই সজোরে ধাক্কায় বাসটিও একেবারে দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা খবর পেয়ে ছুটে আসেন। পাশাপাশি পুলিশকেও খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। আর আহতদের দেওঘর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, “ভোরের দিকে চালকের চোখে ঘুম এসে যাওয়ায় বাসটি এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে।”
Sponsored Ads
Display Your Ads Here