নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীর খুনের পরই এক সপ্তাহের মধ্যে এবার মুর্শিদাবাদের রেজিনগরে খুনের ঘটনা ঘটেছে। মৃতের নাম প্রতীত পাল। বাড়ি রেজিনগরের উত্তর কলোনী এলাকায়।
জানা গেছে, ২১ শে জুলাই সন্ধ্যাবেলা প্রতীতবাবু টোটো নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তার উপর শাবল নিয়ে চড়াও হন। এর জেরে প্রতীতবাবুর মাথায় ও দেহের একাধিক জায়গায় আঘাত লাগে। এরপর স্থানীয়রা ছুটে এসে প্রতীতবাবুকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। তবে প্রতীতবাবু চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্তদের কয়েকজনকে চিনিয়ে দিয়েছেন।
ইতিমধ্যে এই হত্যাকাণ্ডে ছ’জনের নামে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছেন। বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এই প্রসঙ্গে জানান, “এই জুলাই মাসেই তৃণমূলের ছ’জন মারা গেলেন। এদের ক্ষেত্রে ধরাও পড়লেন তৃণমূল কর্মী। আর এখনো রেজিনগরে আমাদের শক্তিশালী সংগঠন নেই। এই পরিস্থিতিতে বিজেপি মানুষকে মারার কোনো চিন্তাভাবনা করবে না। অযথা দলকে কালিমালিপ্ত করছে।”
Sponsored Ads
Display Your Ads Here