ব্যুরো নিউজঃ ইটালিঃ ইটালির রাস্তায় দুরন্ত গতিতে ছুটছিল একের পর এক গাড়ি। আচমকাই সেখানে ছোটো একটি বিমান মুখ থুবড়ে পড়ে রাস্তায় উপর আগুন ধরে যায়। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের পাইলট ও তার সঙ্গিনী তথা একমাত্র যাত্রীর মৃত্যু হয়েছে। আর তখন ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় দু’টি গাড়ির চালকও আহত হয়েছেন। মৃতরা হলো বিমান চালক তথা পেশায় আইনজীবী সার্জিয়ো রাভাগলিয়ার। বয়স ৭৫ বছর। সার্জিয়ো মিলানের বাসিন্দা। ও তাঁর সঙ্গিনী অ্যান মারিয়া ডি স্টিফানো। বয়স ৬০ বছর।
সূত্রের খবর অনুযায়ী, উত্তর ইটালির ব্রেসিয়ায় ফ্রিওয়েতে দুরন্ত গতিতে গাড়ি ছোটার মাঝেই ইটালির ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট বিমান এসে রাস্তার উপর । ভিডিয়োতে দেখা গিয়েছে রাস্তায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল, ছয় বিমানকর্মী-সহ অন্তত ৪৬ জন যাত্রী ভিতরে ছিলেন। ওই জাতীয় সড়কে বিমানটিকে জরুরিকালীন অবতরণ করানোর চেষ্টা করছিলেন পাইলট। কিন্তু তা সম্ভব হয়নি। বিমানটি ভেঙে পড়ে রাস্তায়।
ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে জ্বলন্ত বিমানটির পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া কয়েকটি গাড়ি। সেগুলির মধ্যে দু’টি গাড়ির চালক আহত হয়েছেন। বিমান ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকলবাহিনী। যদিও তত ক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বিমানটি। ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটর দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here