নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ ভাগ্য খুললো রাজ্যের। রাজ্যে বিরাট জ্বালানী ভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। যার মূল্য আনুমানিক ৪১ হাজার কোটি টাকা। যা রাজ্যের অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করবে। আর কর্মসংস্থানের সুযোগও কেন্দ্রীয় সরকার সংসদেই সেই সুখবর দিয়েছে।
জানা যায়, নতুন দু’টি তেল ও গ্যাস ব্লকের আবিষ্কার হয়েছে। নদীয়ার রানাঘাট এবং উত্তর চব্বিশ পরগণার কাঁকপুলে জ্বালানী ভাণ্ডারের সন্ধান পাওয়া গিয়েছে। এই দু’টি ব্লক থেকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য শক্তি পাওয়া যাবে। ওনজিসির অধীনে WB-ONN-2005/4 নম্বর ব্লকে এই শক্তি আবিষ্কার হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ৪১ হাজার ৭০ কোটি টাকা। ইতিমধ্যে রানাঘাট ও কাঁকপুলে যথাক্রমে ২ হাজার ৭৩০ মিটার এবং ২ হাজার ৭১৯ মিটার খননকাজ হয়েছে।
গত ২১ শে জুলাই রাজ্যসভায় সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের জ্বালানী সম্পদ নিয়ে প্রশ্ন করেছিলেন। আর ওই প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়। এই বিপুল জ্বালানী ভাণ্ডার থেকে যেমন রাজ্যের উন্নয়ন হবে, তেমনই আয়ও বাড়বে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি দেশেরও জ্বালানী শক্তির ভাণ্ডার আরো বাড়বে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, এর আগে ওএনজিসি অশোকনগরে বিরাট তেলের খনির সন্ধান পেয়েছিল। সেইমতো সেখানে খননকাজও শুরু হয়। ৩ হাজার ৮০৫ মিটার খননের পর আপাতত যান্ত্রিক ত্রুটির জেরে কাজ বন্ধ রয়েছে। অন্যদিকে, ওএনজিসি দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে বিপুল পরিমাণ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার থাকার অনুমান করছে। সেই লক্ষ্যে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনী এলাকায় পরীক্ষামূলক খননকাজ শুরু হয়েছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে তিন বছরের চুক্তিতে এই একশো একর জমি নেওয়া হয়েছে।