অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের ডাকের মধ্যেই কলকাতা পৌরনিগম বড়ো সিদ্ধান্ত নিয়েছে। আজ কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় জানান, “পৌরনিগমের অধিবেশন বা কোনো কার্যবিবরণী সভায় কোনো কাউন্সিলর হিন্দি বা ইংরেজীতে প্রশ্ন করতে পারবেন না।” বাংলা ভাষাকে অগ্রাধিকার ও গুরুত্ব দিতে এই নির্দেশ বলে জানা গিয়েছে।
তৃণমূল বাংলাভাষীদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে। বাঙালী অস্মিতাকে হাতিয়ার করে ২৭ শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সংসদে বাংলায় বক্তৃতা করার কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে কাউন্সিলরদের কলকাতা পৌরনিগমের অধিবেশনে বাংলায় প্রশ্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
যেভাবে বাংলাভাষীদের ভিনরাজ্যে হেনস্থা করা হচ্ছে এবং বাংলার বিরুদ্ধে আবহ তৈরী হয়েছে, তার প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত বলে জানালেন মালা রায়। তিনি জানান, “এমনিতেই আমাদের পৌরনিগমের অধিবেশনে বেশীরভাগ বাংলাতেই প্রশ্ন হয়। কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলররা হিন্দি এবং ইংরেজীতে প্রশ্ন করেন। সবাই যাতে বাংলায় প্রশ্ন করেন, সেজন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র পারিষদরাও বাংলাতে উত্তর দেবেন।”
Sponsored Ads
Display Your Ads Here
পৌরনিগমে এমনও কাউন্সিলর রয়েছেন, যারা জন্মসূত্রে বাঙালী নন। তাদের ক্ষেত্রে কি হবে? এই নিয়ে প্রশ্ন করলে জানানো হয়, “দীর্ঘদিন যারা কলকাতা অথবা বাংলায় রয়েছেন, তারা বাংলা বোঝেন। কারণ, তাদের ভোটারদের কথা শুনতে হয়। বাংলাটা বলতেও পারেন। কিছু কিছু ক্ষেত্রে অনেকে স্টাইল মেনটেন করেন যে ইংরেজী ছাড়া বলব না। সেসব আর চলবে না। অধিবেশন কক্ষে বাংলা ভাষাটাই তো প্রথম হওয়া উচিত।” এছাড়া আগামী দিনে বিধানসভাও এই সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে জানালেন, “আট হাজার বাংলা মিডিয়াম স্কুল তুলে দিয়ে, কুড়ি হাজার বাংলা মদের দোকান চালু করে এখন বাংলা-বাঙালীকে সবার উপরে রেখেছেন। আসলে ভাষার নামে রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পৌরনিগমের ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে।” পাশাপাশি ২০১৮ সালে উত্তর দিনাজপুরের দাড়িভিটে ২ ছাত্রের মৃত্যুর ঘটনার উল্লেখ করে বলেছেন, “ভাষাকে ভালবাসতে হলে দাড়িভিটের মৃত দুই যুবকের মূর্তি বানান। কারণ, তাঁরা ভাষা আন্দোলনের শহিদ।”
Sponsored Ads
Display Your Ads Here