নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আজ সাতসকালবেলা রাজস্থানের ঝালাওয়ার জেলায় সরকারী স্কুল বিল্ডিং ভেঙে ভয়ানক বিপর্যয় ঘটলো। এই ঘটনায় অন্তত ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আর অনেকে আহত হয়েছেন। ঘটনার সময় বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪০ জন পড়ুয়া সহ শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ছিলেন। এই ধ্বংসস্তূপের নীচে প্রায় ৪০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, অনেকদিন ধরেই একতলা বিদ্যালয়টি ভগ্ন অবস্থায় ছিল। এই নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো লাভ হয়নি। বর্ষার মরশুমে আরো খারাপ হয়েছিল, কিন্তু তার মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে পঠন-পাঠন চলছিল। এদিন সকালবেলা বিদ্যালয় চলাকালীন আচমকা পিপলোডি সরকারী বিদ্যালয়টি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই চার জন শিশুর মৃত্যু হয়েছে। আর কমপক্ষে সতেরো জন আহত হয়েছেন।
বিল্ডিংটি ভেঙে পড়তেই আগে এলাকাবাসীরা উদ্ধারকাজে ছুটে যান। আর আটকে থাকা পড়ুয়া এবং শিক্ষকদের উদ্ধার করেন। জেলা কালেক্টর ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। চারটি জেসিবি মেশিন দিয়ে ভগ্নস্তূপ সরানোর কাজ চলছে। পাশাপাশি দশ জন শিশুকে বড়ো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে প্রায় চার জন শিশুর বেশ অবস্থা আশঙ্কাজনক।
Sponsored Ads
Display Your Ads Here