চয়ন রায়ঃ কলকাতাঃ ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘বিজেপিকে প্রথম বাংলাবিরোধী আমরা বলেছি। আমরা জনতার গর্জনের ডাক দিয়েছিলাম। বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে। ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরীব মানুষকে মারার পরিকল্পনা করে। টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলাবিরোধী।’’
তিনি বলেন, ‘‘আমরা বাংলায় কথা বলি। একশো বার বলব। গর্ব করে বলব। ২০২৬ সালের পর বিজেপিকে দিয়েও ‘জয় বাংলা’ বলাব। লিখে রাখুন। পদ্মফুল উপড়ে ফেলব। আমরা মেরুদণ্ড বিক্রি করব না। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বেরোবে। একদিকে ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর একদিকে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। দু’টি ই-কে কাজে লাগাচ্ছে। কেউ ভয় পাবেন না।’’
পাশাপাশি বলেছেন, ‘‘বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। আমরা ছাব্বিশের পর বিজেপিকে ওই ক্যাম্পে নিয়ে যাব। বিজেপিকে কোনো জায়গা ছাড়া চলবে না।’’ অন্যদিকে, বক্তৃতার শেষে ‘জয় বাংলা’ বলে দিল্লি কাঁপানোর ডাক দিলেন। সভাস্থলে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে চিৎকার করে ‘জয় বাংলা’ বলার আহ্বান জানিয়েছেন। আর এমন আওয়াজ তোলার বার্তা দিয়েছেন, যাতে দিল্লিতেও কম্পন অনুভূত হয়।
Sponsored Ads
Display Your Ads Here