নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ বিজেপিশাসিত রাজ্য ওড়িশায় পর পর নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে জোর চর্চা হয়েছে। এবার ভুবনেশ্বরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ উঠলো কংগ্রেসের ছাত্রনেতার বিরুদ্ধে। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওড়িশার এনএসইউআই সভাপতি। ছাত্রনেতা হিসাবে যথেষ্ট পরিচিত।
সূত্রের খবর, ওই ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন বলে কংগ্রেসের ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। ‘নির্যাতিতা’র দাবি, অভিযুক্ত তাঁর পূর্বপরিচিত। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁকে একটি হোটেলে নৈশভোজে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে খাওয়া-দাওয়ার সময় তাঁকে ঠান্ডা পানীয় দিয়েছিলেন ছাত্রনেতা। তাঁর অনুমান, পানীয়ে কিছু মেশানো ছিল। কারণ, ওই পানীয় পানের কিছু ক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করেন। সেই সময় তাঁকে হোটেলের ঘরে ধর্ষণ করেন কংগ্রেসের ছাত্রনেতা।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে তারা। মহিলার দাবি, ঘটনাটি মার্চ মাসের। পুলিশে অভিযোগ করা হয়েছে রবিবার। সোমবারই ধৃতকে আদালতে হাজির করানো হবে। ভুবনেশ্বরের ডিসিপি জগমোহন মিনা বলেন, ‘‘দুপুরেই ধৃতকে আদালতে তোলা হবে। তদন্ত চলছে।’’
Sponsored Ads
Display Your Ads Here