নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ রাজ্যের কৃষি মন্ত্রী মানিকরাও কোকাট বিধানসভায় অধিবেশন চলাকালীন মোবাইলে গেম খেলছেন, আপাতত সেই ভিডিয়োই ভাইরাল হতেই হইচই পড়ে যায়। ইতিমধ্যেই এই ভিডিয়ো খোদ শরদ পাওয়ারের এনসিপির নেতা রোহিত পাওয়ার শেয়ার করেছেন। এই ভিডিয়োয় দেখা গিয়েছে, মানিকরাও কোকাট রাজ্য বিধানসভায় বসে নিজের ফোনে খোশমেজাজে গেম খেলছেন। কিন্তু ওই সময় অধিবেশন চলছিল কিনা তা ভিডিয়ো দেখে বোঝা সম্ভব হয়নি।
এদিন রোহিত পাওয়ার নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘একদিকে কৃষি দপ্তরে অভিযোগ দায়েরের পরিমাণ বাড়ছে। প্রতিদিন মহারাষ্ট্রে আট জন কৃষক আত্মহত্যা করছেন। ওই সময় কৃষিমন্ত্রী কি করছেন, তিনি খোশমেজাজে বসে গেম খেলছেন। আচ্ছা এই সরকার ও কৃষি মন্ত্রী কি কখনো কৃষকদের আর্তনাদ, অভিযোগ, কষ্টের কথা শুনেছে? আমি এনাকে পরামর্শ দেব, একদিন হলে সময় করে একটা গরীব কৃষকের জমিতে আসুন।’
এদিন রোহিত পাওয়ারের মতোই সুপ্রিয়া সুলেও মানিকরাও কোকাটের বিরুদ্ধে সরব হয়ে তাঁর পদত্যাগের দাবী জানান। আর বলেন, ‘‘একদিকে তিন মাসের মধ্যে ৭৫০ জনের অধিক কৃষক আত্মহত্যা করেছে। সেই সময় কৃষিমন্ত্রী বসে বসে নিজের ফোনে গেম খেলছেন।’’ অবশ্য, এখনো মানিকরাও কোকাটের দল অর্থাৎ অজিত পাওয়ার পরিচালিত কিংবা শরিক বিজেপির তরফ থেকে এই প্রসঙ্গে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here