নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার পুরীর নীমপড়ার বেয়াবার এলাকায় হাড়হিম করা ঘটনা ঘটে গেল। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে রাস্তার উপর কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো তিন জন দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। পাশাপাশি বিজেপি শাসিত ওড়িশার নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল প্রশ্ন তুলে সরব হয়েছে।
সূত্রের খবর, তিন জন যুবক ওই কিশোরীর রাস্তা আটকে দাঁড়িয়ে ছিল। আর কিশোরীর সঙ্গে কথা কাটাকাটি হতেই দুষ্কৃতীরা তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর কিশোরী দগ্ধ শরীরে রাস্তার উপরই ছটফট করতে থাকে। তারপর স্থানীয়রা দেখামাত্র দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় কিশোরীর হাত-পা ও শরীরের একাধিক জায়গা পুড়ে গিয়েছে। কিশোরীর মায়ের দাবী, “মেয়ের কারোর সাথে প্রেমঘটিত কোনো সম্পর্ক ছিল না। বন্ধুকে বই দিতে বেরনোর সময় এমন দুর্ঘটনা ঘটেছে।” কিন্তু পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্তে নামলেও এখনো অভিযুক্তদের কাউকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারেননি।
এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, “ডাবল ইঞ্জিন সরকারের স্বরূপ….নরেন্দ্র মোদী কালকে বাংলায় অনেক কথা বলেছিলেন। এই তো নমুনা।” এর আগে গত ১২ জুলাই ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজের এক ছাত্রী কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিল। সেক্ষেত্রে ছাত্রী খোদ শাস্তির দাবী তুলেছিলেন। তবে অভিযুক্ত শাস্তি না পাওয়ায় ছাত্রী ক্যাম্পাসের ভিতরেই নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন। সেই ঘটনার পর ফের একবার নির্যাতনের ঘটনা ঘটলো।
Sponsored Ads
Display Your Ads Here