মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ফের যৌন হেনস্থার অভিযোগ উঠল স্কুলে। ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলল কয়েকজন ছাত্রী। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে বাগদা থানার পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে। ইতিমধ্যেই ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠাবে বাগদা থানার পুলিশ। বস্তুত, এর আগে ছাত্রীকে নির্যাতনের ঘটনা খবর আগেও প্রকাশ্যে এসেছে রাজ্যের একাধিক স্কুল থেকে।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, “অষ্টম ও নবম শ্রেণির কয়েকজন ছাত্রী লিখিত ভাবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তিনি ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমরা অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে লিখিতভাবে উত্তর পেয়েছি। কিছু অভিযোগ সত্য। কিছু অভিযোগ অসত্য এমনি জানিয়েছেন শিক্ষক।”
এই বিষয়ে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল বলেন, “স্কুলে এই ধরনের অভিযোগ ওঠা বাঞ্ছনীয় নয়। আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যদি শিক্ষক দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। যদি তদন্তে দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”
Sponsored Ads
Display Your Ads Here